Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 


ঝিনাইদহ জেলার অর্ন্তগত উত্তর-পশ্চিম এ অবস্থিত হরিণাকুণ্ডু উপজেলা।


উপজেলা: হরিণাকুণ্ডু


সীমানা: উত্তরে কুষ্টিয়া সদর উপজেলা, পূর্বে শৈলকুপা উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলা এবং পশ্চিমে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা অবস্থিত।


আয়তন :  ২২৭.৬২ বর্গ কিলোমিটার


জনসংখ্যা (জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুযায়ী): ২,১৮,৮৫৩ জন (প্রায়),  পুরুষ: ১০৮৯৩১ জন (প্রায়),  মহিলা: ১০৯৯১৩ জন (প্রায়), হিজড়া: ৯ জন (প্রায়)


বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১০%


লোক সংখ্যার ঘনত্ব: ৮৬০.৬৫ (প্রতি বর্গ কিলোমিটারে)


মোট পরিবার (খানা) সংখ্যা: ৫৭০২৭ টি (জনশুমারী ও গৃহগণনা ২০২২ অনুযায়ী)


গ্রামের সংখ্যা: ১৩০ টি


মৌজা সংখ্যা: ৭৭ টি


ইউনিয়নের সংখ্যা: ০৮ টি   (১ নং ভায়না ইউনিয়ন, ২ নং জোড়াদহ ইউনিয়ন,  নং তাহেরহুদা  ইউনিয়ন, ৪ নং দৌলতপুর ইউনিয়ন, ৫ নং কাপাসহাটিয়া ইউনিয়ন, ৬ নং ফলসী ইউনিয়ন, ৭ নং রঘুনাথপুর ইউনিয়ন, ৮ নং চাঁদপুর ইউনিয়ন)


পৌরসভা সংখ্যা: ০১ টি


শিক্ষার হার: ৪২.৩%


নদ-নদী সংখ্যা: ০২ টি  (কুমার ও নবগঙ্গা)


দর্শনীয় স্থান : সিরাজ সাইর মাজার, লালন শাহের ভিটা, ফকির মাহমুদ বিশ্বাসের মাজার, পাঞ্জু শাহের মাজার।